সোনারগাঁ(নারায়ণগঞ্জ)সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও
কারুশিল্প ফাউন্ডেশনে দেশীয় ঐতিয্য ও লোক সংস্কৃতি বিকাশের লক্ষে শুক্রবার থেকে
তিনদিন ব্যাপী গ্রামীণমেলা ও বর্ষবরন শুরু হয়েছে। শুক্রবার বিকালে বৈশাখী মেলা
উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোঁপ।
অনুষ্ঠানে লোকমঞ্চে ছোট সোনামনিদের নাচ-গান-কবিতা আবৃতি
ও লালন গান অনুষ্টিত হয়।এই সময় বিপুল সংখ্যক দেশি-বিদেশী পর্যটক অনুষ্ঠান উপভোগ
করেন।
এ ব্যাপারে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোঁপ বলেন,
এই উৎসবে প্রতিদিন থাকবে পান্তা-ইলিশের ভোজনোৎসব,লালন,হাছন রাজা,শাহ্ আব্দুল
করিমের গানের উৎসব। এছাড়া মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হবে ১লা বৈশাখ।
Sonargaon er khobor
ReplyDelete